Khoborerchokh logo

মাননীয় সাংসদ ও জাতীয় সংসদের স্পিকার কে অবগত করার পরেও উপজেলা পরিষদের গাছ কেটে সাবাড় করলেন ইউএন ও । 263 0

Khoborerchokh logo

মাননীয় সাংসদ ও জাতীয় সংসদের স্পিকার কে অবগত করার পরেও উপজেলা পরিষদের গাছ কেটে সাবাড় করলেন ইউএন ও ।


রংপুরের পীরগঞ্জে উপজেলা পরিষদ চত্তরে মুজিববর্ষ উদযাপনের দোহাই দিয়ে বিভিন্ন প্রজাতির গাছের ডালপালা পরিষ্কারের নামে গাছের সিংহভাগ কেটে সাবাড় করার অভিযোগ উঠেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা টিএমএ মমিনের বিরুদ্ধে । ছোট বড় প্রায় শতাধিক গাছের বড় বড় ডাল এবং গাছের আগা এমনভাবে কাটা হয়েছে  যে এর ফলে গাছগুলো মরে যাওয়ার সম্ভবনা আছে বলে প্রত্যক্ষদর্শীরা মনে করেন। এ বিষয়ে গাছ রক্ষার দাবীতে ফুঁসে ওঠে এলাকাবাসী। নানা মহলে অবগত করার পরেও কোন  প্রতিকার না  পেয়ে জাতীয় সংসদের স্পিকার এবং পীরগঞ্জ আসনের এমপি ড.শিরীন শারমিন  চৌধরীর সাথে যায়যায়দিন পীরগঞ্জ প্রতিনিধি  যোগাযোাগ করলে তিনি জানান,এ বিষয়ে তিনি কিছুই জানেন না তবে বিষয়টি আমি দেখছি মর্মে আশ্বস্ত করেন। এদিকে গতকালও ইউএনও মমিন দেধাচ্ছে মহোৎসবে গাছ কাটার কাজ অব্যহত রাখলে এলাকাবাসী স্বপ্রণোদিতভাবে পরিষদ চত্তরে সমবেত হয়ে কাজ  থেকে বিরত থাকতে অনুরোধ করে। এদিকে এ বিষয়ে ইউএনএ মমিনের সাথে যোগাযোগ করলে তিনি গাছ কাটা চলবে মর্মে জানান। স্পিকার তাকে কিছু বলেছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি যোগাযোগের কথা স্বীকার করে  ফোন  কেটে দেন। এদিকে এলাকাবাসী সমবেত হয়ে পরিষদ চত্তরে গাছ কাটা বন্ধের দাবীতে অবস্থান কর্মসূচি পালন করেন। কর্মসূচি পালন শেষে এলাকাবাসী চলে গেলে পুলিশ পাহারায় আবার গাছ কাটার কাজ চালিয়ে যায়। এ বিষয়ে সারা এলাকায় নিন্দার ঝড় ওঠে। তাহলে কি নির্দেশ দিলেন মাননীয় স্পিকার এমন আলোচনা টক অবদা টাউনে পরিণত হয়।
 উল্লেখ্য পীরগঞ্জ উপজেলা পরিষদ চত্তরে ফলজ, ভেষজসহ নানা প্রজাতির গাছের সমারহ ছিলো। স্থাণীয় একটি বেসরকারি উন্নয়ন সংস্থার  উদ্যোগে গাছে গাছে ছিলো অসংখ্য পাখির নিরাপদ আশ্রয় স্থলের ব্যবস্থা  । গাছপালায় পরিবেষ্টিত মনোরম পরিবেশ ছিলো উপজেলা পরিষদে সেবা নিতে আশা হাজার হাজার মানুষের ক্লান্তি দুর করার আশ্রয়। সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তা টিএমএ মমিন সরকারি বিধানের অজুহাতে মুজিববর্ষ উদযাপনে পরিস্কার পরি”ছন্নতার দোহাই দিয়ে সকল গাছপালা এমনভাবে কেটে ফেলেন যে, এর ফলে পাখির আশ্রয়¯’ল বিনিষ্ট হওয়াসহ পরিবেশের ব্যাপক ক্ষতি সাধন হয়েছে মর্মে সচেতন মহল মনে করে। এ বিষয়ে এক সাক্ষাৎকারে ইউএনও বলেন, দাঁড়ি সেভ করলে যেমন হ্যাসাম লাগে তেমনি গাছের ডালপালা কাটলে গাছের সৌন্দর্য্য বৃদ্ধি পায়। তার এ বক্তব্য বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে ধর্মপ্রাণ মুসলিম সমাজে। অনেকের মতে তিনি এ কথা বলে নবীর সুন্নতকে তা”িছল্য করেছেন। অন্যদিকে তিনি আরও বলেন যে, তিনি অফিস কে বন এবং বন কে অফিস বানানোর পক্ষে না। এদিকে বন বিভাগের এক কর্মকর্তা বলেন এভাবে গাছ কাটার কোন বিধান নাই। এ বিষয়ে এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনার ঝড় উঠেছে। এ বিষয়ে মাননীয় সাংসদ ও জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন  চৌধুরীর সাথে যোগাযোগ করেও কোন প্রতিকার না পেয়ে ক্ষোভে ফুঁসে উঠছে এলাকাবাসী।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com